নূপুরের ছন্দে চমকে উঠে ধ্যান ভেঙে যায়
তাকিয়ে থাকি তোমার চকচকে মহনীয় চোখে
এ কি অপূর্ব বিস্ময়!
সেই থেকে আমার বিনিদ্র রাত
কখনো না আসে আমার প্রত্যাশিত ভোর
আমার দিন কাটে তো রাত কাটে না
নিরন্তর করুণ সুরে হাহাকার ওঠে বুকের চিতায়
আমি জ্বলে পুড়ে যায় বেদনায় নিঃসঙ্গতায়।


ব্যকুল চোখে পথে পথে খুঁজে ফিরি ঐ মায়ার মুখচ্ছবি।
আমার বন্ধ নয়নে অন্ধকার
অথচ বিগলিত হৃদয়ে আলোর তুফানে স্বপ্ন চমকায়
মনের খাঁচায় বন্দি আশা উড়ে যায় আকাশের নীলিমায়।


দুরের অস্পষ্ট ছায়াপথে তোমার স্থিরচিত্র ফুটে ওঠে
আচমকা বেজে ওঠে রাগিণীর সুর ঝংকার
আমাকে জাগিয়ে তোলে তোমার মায়াবী ঐ দুটি চোখ
রৌদ্রদগ্ধ পিপাসার্ত মরু পথিককে ফিরিয়ে দেয় কঠোর মরীচিকা
তবুও সে কি আশা ছাড়ে! ছাড়ে না।
আমিও আশায় থাকি অপেক্ষমাণ রাতের অন্তহীন অন্ধকারে
একদিন তোমাকে খুঁজে আনবই আনবো।