যে হৃদয়ে ছিল বেদনার নীল ধারা
তুমি এলে তাই সেখানে এখন শীতল ঝর্ণার কলতান
হৃদয়ের সবকটা তারে সুরের ঝংকার
নেচে যায় আনন্দ চোখের তারায় তারায়।
তুমি এলে তাই পথের ধারে বকুল ফুলের মতো
উচ্ছ্বাস ঝরে পড়ে।
আপন হাতে সেসব কুড়িয়ে
মালা গেঁথে পরাব তোমার গলায়; নেবে কি তুমি?


এ জীবনে বলা হয়নি যে কথা আজ বলব তোমাকে
যে কথা এক হৃদয় খুঁজে ফেরে অন্য এক হৃদয়ে
যে কথা বুকে গুমরে কাঁদে প্রকাশের ব্যাকুলতায়
আঁধারের ঘোমটায় ঢেকে কানে কানে বলব সেই কথা
শোনার সময় হবে কি তোমার?


সাপের ঝাঁপি বুকে দংশনে তীব্র জ্বালা
তোমাকে মনে হলে কষ্টগুলো সব হারিয়ে যায়
আনন্দগুলো দূর থেকে ডাকে
বিবর্ণ এই পৃথিবী তবুও রঙিন স্বপ্নরা দু’চোখে ভিড় করে
কেন এমন হয়?
হয়তো দু’টি হৃদয় একই ধারায় মৃদু কলতানে বয়ে চলবে
যেন ছোট এক নদী।