সীমাহীন আকাশের বুকে অজস্র তারার মেলা
তুমি মুগ্ধ চোখে দেখে বললে,ও আকাশ তুমি আমার
আকাশ পাথর চোখের দৃষ্টি নিয়ে
তোমার দিকে তাকিয়ে থাকল; বলল না কিছুই।


তখন তোমার ছিল আকাশচুম্বী স্বপ্ন
তোমার বাঁকা চোখের চাহনিতে আমার হৃদয় ঝলসে যেত
জীবনের তরী ঠেলে তুমি যখন ক্লান্ত প্রাণ এক
তখন চাঁদের জোছনায় ভিজতে
তৃষ্ণার্ত নয়নে সঙ্গী খুঁজেছিলে
দখিনের জানালার পর্দা দু’হাতে সরিয়ে দাঁড়াতেই
সোনার ডিমের মত মায়াবী চাঁদের নরম আলো
তোমার সারা শরীর ভিজিয়ে দিলো।
তুমি অভিভূত----! বললে, ও চাঁদ তুমি আমার
কিন্তু সে বোবা হয়ে রইল; বলল না কিছুই।


তারপর একদিন শরতের সকালে
শিশিরে ভেজা একটা শিউলি ফুলের মালা
গলায় জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালে
মুক্তার মত জড়িয়ে থাকতে দেখে বললে
ও ফুল তুমি আমার; সেও কিছুই বলল না তোমাকে।


কিন্তু বিন্তি! তুমি যদি কখনও আবেগ মাখা ভেজা চোখ নিয়ে
আমার এ চোখের দিকে তাকিয়ে
শুধু একবার বল ‘তুমি আমার’
তাহলে আমি কি করে শান্ত থাকতে পারি বল?
চঞ্চলা হরিণীর মতো ছুটে এসে
শাহবাগের চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলব
বিন্তি! তুমি আমার আর আমি তোমার।