প্রিয়া তুমি সুন্দর!
কেউ বলুক আর নাই বলুক আমি বলি
আমার দেখার আগে তুমি ছিলে না এত রূপসী
তুমি ছিলে পাতায় ঢাকা বনফুল
যেদিন কবির চোখ দিয়ে আমি তোমাকে দেখলাম
যেদিন তোমার চোখে নতুন প্রেমের আলো ছড়ালাম
সেদিন অকস্মাৎ ছড়ালে তুমি হাসনাহেনা ফুলের সৌরভ।


সকলের কাছে ছিলে কাঁচ
জহরী সেজে আমিই চিনিয়েছি তাদের তোমার দাম!
আমি তোমাকে দিয়েছি প্রেমের পরশ তুমি ছড়িয়েছ আলো
তোমার ছিল না কদর আমি আসার আগে
আমি সবাইকে দিলাম তোমার রূপের সন্ধান
তাই তোমার এত খ্যাতি
তুমি ভাবছ মিথ্যা কথা! তা নয় প্রিয়া!
আমি যে তোমাকে দেখেছি ভালোবাসার চোখ দিয়া
সসীমের মাঝে অসীমের ছায়া পড়ে
যত দেখি মনে হয় আরও যেন থাকে বাকী!
তুমি যেন কোন অজানা দেশের মেয়ে
পথ ভুলে হয়েছ বন্দিনী,চিররহস্য আছে ঐ মুখ ছেয়ে!


যদি ভুল বুঝে থাক তুমি ভোল সে সব কথা
ঐ হাসি মুখ,ঐ রাঙা ঠোঁট সব বিধাতার দান
ঐ রূপ অপরূপ সে আমারই কল্পনা,সে আমারই ভালোবাসা
আমার কল্পনার প্রেম কুঞ্জবনে বসে ফুল কুমারী হাসে
কে বলে আমি তোমাকে পাই নাই! পেয়েছি পেয়েছি তোমাকে!
আমার মুখপানে চেয়ে হেসেছ,আমার পাশে এসে বসেছ
তোমার নরম হাতের স্পর্শ আমাকে দিয়েছ
এই কি যথেষ্ট নয়! আর কি চাই!
তোমার ঐ রূপ যেন অপরূপ
মনে হয় তোমার ঐ দুটি আঁখি যেন দুর আকাশের পাখি।