তুমি বললে তাই বাসন্তী রং শাড়ি পরেছি
একটা ফুলের মালা খোপায় জড়িয়ে চলে এসেছি
জীবনের কঠিন মূল্য দিয়ে
বুকের কুসুমে তোমাকে ফুটিয়েছি।
তোমার ডাকে জননীর কোল ফেলে এসেছি
সামনে পেছনে অদৃশ্য নিয়তি জেনেও
আমার সাজানো ভুবন ফেলে
তোমাকে পাওয়ার নেশায় একা আমি চলে এসেছি।
স্বর্গের সোপানে পা রাখব বলে নরকের পথে হেঁটে চলেছি।


তুমি বললে তাই ভালবাসার পতাকা উড়াতে
শাসন ভাঙার দু:সাহস দেখিয়েছি
আমার তপ্ত ভালোবাসায়
তোমার হৃদয়কে রাঙিয়ে দিয়েছি
তোমার বোঝা বইবো বলে আমি দু’হাত বাড়িয়েছি।