অত্যাচার নির্যাতনের আগুন ছড়িয়ে যায় দিকে দিকে
বেলালের উপর উমাইয়া ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে
পেটাতে পেটাতে যখন ক্লান্ত হয় তখন গলায় দড়ি বেঁধে
মক্কার বালকদের হাতে তুলে দেয় তামাসা করতে
সন্ধ্যায় ক্ষুধার্ত অর্ধমৃত অবস্থায় বেলালকে ফিরিয়ে দেয় তারা
উমাইয়া জিজ্ঞাসা করে,এখনো কি মুহাম্মদের ধর্মের সাধ আছে?
বেলালের নির্ভীক উত্তরে আরও ক্ষিপ্ত হয় উমাইয়া
রোদ্র তপ্ত মরু বালুর উপর তাকে বুকে পাথর চাপা দিয়ে শোয়াইয়ে দেয়
তার কষ্ট দেখে অশ্রু ঝরে আবু বকরের, চড়া দামে কিনে নেয়
কষ্টের বিনিময়ে বেলাল পায় স্বাধীন জীবন।
ইয়াসিরের দুই পা বেঁধে দেয় দুই উটের সাথে ছিঁড়ে যায় দেহ
পুত্র আম্বর পিঠে চাবুকের আঘাতে জ্ঞান হারায়
এসব দেখেও ইয়াসিরের স্ত্রী সুমাইয়া শুধু কালেমা পড়ে চলে
আবুযহল ক্রুদ্ধ হয়ে তাকে করে বর্শা বিদ্ধ
অভিজাত উসমানকে করে তার বাবা নির্মম প্রহার
খাব্বারকে শুয়ে দেয় জ্বলন্ত কয়লার উপর
জেন্নিরার দুই চোখ উপড়ে ফেলে
শোয়েব সব অত্যাচার মুখ বুঝে সহ্য করলেও বাড়িঘর কেড়ে নেয়
মুহাম্মদ এসব দেখে পরামর্শ করে রাতের আঁধারে
চৌদ্দ জনের দল চলে যায় আবিসিনিয়ায়
কয়েকদিন পরে আবু জাফরের নেতৃত্বে আরও ৮৩ জন।
কোরাইশগন তাদের আটকাতে ব্যর্থ হয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়।
কোরাইশরা তাদের ফেরাতে অনেক উপঢৌকন দিয়ে
প্রতিনিধি পাঠায় সম্রাটের দরবারে, দামী উপহারে সম্রাটও খুশি
জিজ্ঞাসিল, তোমাদের জন্য আমরা কি করতে পারি বল?
তারা বলে, কিছু উচ্ছশৃঙ্খল ধর্মদ্রোহী আপনার এখানে আশ্রয় নিয়েছে
আমরা তাদের ফিরিয়ে নিতে চাই
সম্রাট বললেন, অপর পক্ষকে ডাক, কথা শোনা যাক
মুসলমানদের পক্ষে আলীর ভাই বাকপটু জাফর জবাব দেয়
বাদশা খুশি হয়ে বলে, তোমরা থাক যতদিন খুশি।
আফ্রিকায় ইসলামের বীজ বুনে
আবারও ব্যর্থ হয়ে ফিরে আসে কোরাইশ প্রতিনিধি দল!!