বিকেলের আকাশ থেকে যে আলোর ধারা
মর্তে নেমে সব কিছুকে সুন্দর করে দেখায়
সেই আলোর মত মনে হয়েছিল তোমাকে
আসলে এ সবই মনের ভুল


কনে দেখা আলো বলে সকলেই যাকে
সে আলোয় চারিদিক দেখেছি
হাতে গোনা কয়েকবার মাত্র
হঠাৎ গোধূলি আলোয় কিছু দেখলে
মনে পড়ে রবীন্দ্রনাথের গানের কলি
“ আজি গোধূলি লগনে এই বাদল গগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি...


সেই আলো তুমি নও
আলোর মত সুন্দরও নও
শুধু কনে দেখা আলোয়
তোমায় সুন্দর দেখেছিলাম।