বিশ্বাস হারালে কিছুই থাকে না
শুধু এই অভ্যাস বশে দিন যাপন ছাড়া
তুমি যা সেভাবেই তুলে ধর নিজেকে
ভালো হওয়া আর ভালো সেজে থাকা
এ দুয়ের বিস্তর ব্যবধান


সে তোমাকে তুলে রেখেছে অবিশ্বাসের তাকে
এ জীবনে সেখান থেকে তুমি নামতেও পারবে না
এই তোমার নিয়তি এখন
ইচ্ছে হয়তো মেনে নাও, না হলে রাস্তা দেখ


বিশ্বাস হারালে কিছুই থাকে না
অবিশ্বাস পাষাণের মত বুকে চেপে থাকে
মানুষ সহজে তাকে নামাতে পারে না।