আমাদের সেতুগুলি ক্রমশ ভাঙ্গছে
কেউ তাই অন্য কারও সাথে মিলিত হতে পারছি না
এই যোগাযোগহীনতা
আমাদের মধ্যে জন্ম দিয়েছে বিচ্ছিন্নতার
দীর্ঘদিন সেতুগুলি মেরামতবিহীন বলেই
এই যোগাযোগহীনতা
সেতু বানালেই হয় না
তার ঠিকমত দেখভাল করতে হয়
বহু কষ্টে যারা গড়েছিল সেতুগুলি
সেই সব সুদক্ষ কারিগরেরা আজ আর নেই
উত্তরসুরিরা জানেনা কিভাবে রক্ষা করতে হয় সেতুগুলি
সেতুগুলি তাই ভেঙ্গে যাচ্ছে অবিরল


কিন্ত সড়কপথের সেতুগুলি
অনেকটাই অক্ষত আছে বলা যায়
শুধু আমাদের জীবনের দীর্ঘ পথে যতগুলি সেতু
সবই যেন ভেঙ্গে চুরমার ।