আজ মঙ্গলবার- জঙ্গল সাফ করার দিন
এ কথার অর্থ বুঝিনি তখন
কারণ সে তো '-সহজপাঠ' -এ ছিল
আপনার কথা শুনে সে পাঠ জটিল হ'ল আজ
কত মঙ্গলবার এসেছে জীবনে
সত্যিই কি মনের আর বনের জঙ্গল সাফ করতে পেরেছি?
না পারিনি, দিনে দিনে বেড়েছে জঙ্গল
আজ এতটাই বেড়েছে যে চারিদিকে শুধুই দাবানল
আপনি না পড়ালে মনে এ আত্মবীক্ষণ হত না সম্ভব
ঘরে বাইরে জঙ্গলেই তো আছি সারাক্ষণ


এখনো সেই অদ্ভুত জঙ্গলরাজ !
মনে পড়ে যায় সেই সিংহ আর খরগোশের গল্প
কোথায় হারিয়ে গেলে তুমি খরগোশ?
তোমাকে যে বড় বেশি প্রয়োজন আজ।



( আজ সকালে কবি দেবব্রত সান্যাল-এর whatsApp -এর একটি মেসেজ থেকে অনুপ্রাণিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কবিতা টি লেখা)