মাত্রা জ্ঞান নেই বলে মাত্রা ছাড়া লিখি
একেও কবিতা বলে আজকাল সবে
যার যত মাত্রা জ্ঞান তত বড় কবি বলে খ্যাত তিনি
বাকি সব নিষ্ফলের হতাশের দলে


কবিরা নিয়মনিষ্ঠ না হলেও কিন্তু
মাত্রা জ্ঞান টনটনে থাকে চিরকাল
এ সবই বড় বড় কবিদের কথা
অখ্যাত যে জন থাকে মাত্রা জ্ঞানহীন
ঠিক যেন তালকানা পাখির মতন
ঢুকে পড়ে কবিতার বিশাল ভুবনে
অগ্রজেরা দুঃখ করে বলে দিনরাত
ছন্দ জ্ঞান নেই এক্কেবারে।