সাঁতার শিখি নি বলে হাবুডুবু খাই
এ নদী এমন নদী বহে নিরবধি
যে জন সাঁতার জানে পৌঁছোয় সে তীরে
শুধু আনাড়ির দল জানে না সাঁতার
মাঝ নদে ডুবে মরে খেয়ে হাবুডুবু
যে জনে সাঁতার জানে তারা কেউ কেউ
সাগরে পৌঁছোয় বলে বড় ভাগ্যবান
সেখানেও লোনাজল পান করতে হয়
তবু সাগরে সাঁতার অন্য অনুভব
যারা জানে তারা জানে অন্য কেউ নয়
লোনাজল কতটা গিললে সমুদ্র সাঁতার সম্পন্ন হয়?
নদী বা সাগর হোক সাঁতার না জানলে
কী ভাবে বাঁচবে তুমি ভেবেছ কি মনে?