প্রথম প্রতিবাদের এই কণ্ঠস্বর
আবার ঝাঁঝালো হয়ে উঠছে
মুষ্টিবদ্ধ হচ্ছে হাত
ঘরে বাইরে শত্রু আজ
শত্রু নিধনই তাই একমাত্র কাজ


পয়সার বিনিময়ে ওরা
লোহার বাসরে ছিদ্র রেখে দিচ্ছে
'এ আমার পাপ এ তোমার পাপ'
তুমি শুধু রাজনীতি বোঝ
মানুষ তোমার কাছে তাই কৃমি কীট
আমরা সজাগ থাকলে
কিভাবে রাখবে ছিদ্র বিশ্বাসঘাতক?
আমরা কি আছি কালঘুমে!
এসো মুষ্টিবদ্ধ কর হাত
এ দুর্দিনে বলিষ্ঠ কণ্ঠে বল
'নো পাসারন' আর এগিয়ো না


আর কতবার ভাসবে এ মাটি রক্তগঙ্গায়?