মানুষই মানুষের দুর্দিনে
মানুষের কাঁধে হাত রেখে বলতে পারে
ভয় কি?
যেমন শীতের সূর্য
উলংগ শিশুর শরীরে উষ্ণ হাত রেখে বলে
ঠাণ্ডা লাগছে?


অথচ মানুষ ক্রমশ সরে যাচ্ছে
মানুষের থেকে
শীতের সুর্য মাঝে মাঝে
মেঘের আড়ালে গেলেও
আজও একই ভাবে তাপ দেয়
শীতার্ত শরীরে,আলো দেয়
অন্ধকার কোণে


মানুষ কি সূর্যমুখী হতে পারে না?