বসন্তের জ্যোৎস্নায় পুড়ে যাচ্ছে সমস্ত শরীর
রজনীগন্ধার গন্ধ সুধা আকুল করেনা
এ রকম হওয়ার কথা নয়
তবু হয় কখনও সখনও কারও কারও
'কখন বসন্ত গেল এবার হল না গান'
কবির এই আক্ষেপ
শুকনো পাতা উড়ে যাওয়ার শব্দ তোলে
পাতা উড়ে যায় পাতা উড়ে যায়
পড়ে থাকে ধু ধু প্রান্তরে শুধু কাঠ
পুড়তে থাকে পুড়তে থাকে একা জ্যোৎস্নায়।