না গেলে তোমার কাছে দেখা হত না চাঁদের ও পিঠ
দুর্জন কাকে বলে শিখলাম তোমাকে দেখেই
বিশ্বাসঘাতক শব্দটি লুকিয়েছিল অভিধানের পাতায়
তুমি তাকে টেনে বার করলে আমার সামনে
ব্যভিচার কাকে বলে দেখালে তুমিই
আর তোমার ঠোঁট থেকে যা ঝরে পড়ছে দিনরাত
তাকেই অনৃতভাষণ বলে জানলাম
হে সখা হে বন্ধু কত কি যে শেখালে তুমি
মানুষের ছদ্মবেশে!


কি বলে ধন্যবাদ দেব ভেবে পাই না
না গেলে তোমার কাছে তুমি কি শেখাতে এ সব?
তোমাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই
তোমাকে কুর্নিশ এই অধমের।