সোনালী চিল ডানা মেলে
ঝিলমিল করে
প্রাচ্য ছেড়ে উড়ে যাচ্ছে আকাশে ।


প্রতীচ্যে লাল মেঘ
দখিন হাওয়া ছন্দ হারিয়ে -
উড়ে চলে  স্নিগ্ধ গতি মেলে ।


অতিথি পাখি শূন্যে থেকে -
উড়ছে গগন ময়
সন্ধ্যা বেলা ডুবছে বেলা
অস্ত সাগর পারে


স্তব্ধ হলো দিগন্ত গুলো
প্রদোষ তিমির পথে
সন্ধ্যা তারা সুধার ধারা
চলছে জগৎ ময় ।


বকের সারি নিখিল ছাড়ি
দিগন্তে মিশে যায় -
ঠিকানায় জমায় পাড়ি
পায়না তাকে অচেনা তারার দেশে ।