হাজারো নতুন চিন্তা
ছুটে চলে রাত দিন -
অবিশ্বাসীরা বিশ্বাসের
সব স্বপ্ন ভেঙ্গে দিয়ে
রাত দিন ছুটে চলে
পথে প্রান্তরে
আঘাতের প্রতিশোধে।


মানবিকতার
সব ন্যায় নীতির বোধ-
অস্তিত্বের শঙ্কা বুকে নিয়ে
বুঝি কিছু হবে আজ ।
নিজে নিজেকে করে চলি অবরোধ।


অবিশ্বাস্য দ্রুততায় -
ছুটে চলা দুর্নীতির ঝালে
ভেসে যাবে সব  
পাগলের কামড়ে।


প্রতিবাদের কন্ঠ
ফিরে পাওয়া যাবে কি কোনদিন ।


লোহার মুঠিতে
পরিণত হবে সবকিছু আর-
শপথ নিবো পারবো কি-
আবার জেগে থাকা কোন
এক সকালের ভোরে
আরো একবার ।।