নেশায় আমি হযেছি ঘুরপাক
মাতালের  নেশায় পড়েছি পাতালে-


আহত পাখির মত  নীরব ভাবে দু'টি চোখ মেলে
চোখ মেলে ঠিকে থাকি নৈঃশব্দ্য নীলিমায়
মুহূর্তে ভুলে যাই আহার-নিদ্রায় ।


ছুটে চলি সীমাহীন কল্পরাজ্যের
নির্জন পথে প্রান্তরে -


শুধু সৃষ্টির নেশায় নিজেকে পিছে ফেলে
ধরতে যাই হাতের মুঠোয় -


পূর্নিমা-চাঁদকে কাছে ঠেনে নিয়ে
অদৃশ্য কোন হাতে ।


সৃষ্টির নেশায়  পড়েছি চোখের নেশায়
অমৃত্বের সব কিছু  ফেলে দিয়ে
পায়ের ধূলোয় নিজেকে কাছে টেনে ।।