দৃষ্টি আমার তীক্ষ্ণ নাহি -
শুধু তোমার দহন  চোখা চোখে ।


ছলনার বেড়াজালে -
কত না  মায়াবী যাঁতাকলে ।


ছিন্ন-বিন্ন বক্ষ পাজর-
কত না  হাওয়ায় উড়েছে ।


সুখ-শান্তি-প্রশান্তি -
আজ  শুধু বিনষ্ট হয়েছে ।


মায়াবী-করুন দৃষ্টিতে -
পেয়েছে আবার নব জাগরণ ।


আকাশে বাতাসে গাছে গাছে -
পাতায়-পাতায় ফুটেছে নব আন্দোলন ।


প্রেমিকেরা পেয়েছে প্রেম-ভালবাসা -
গাছের ছায়ার মত  মনের প্রশান্তি
ভালবাসার শত শত আশা ।