স্বপ্নতাড়িত হয়ে
জীবনে আমি বেহুশ
দিশেহারা  মনে
অবসন্ন  এক পথহারা পাখি
বিচ্ছিন্ন ভাবনার মনে টানে
স্বপ্নের ফেড়িওয়ালা আমি ।


উত্তাল সমুদ্র মনের ভেতরে
ঢেউ খায় সারা জীবন
বুকে কান পেতে শুনছি
কী যেন হারিয়ে ফেলেছি আমি
আমার হৃদয়ের
নিরলস স্পন্দন  কান্নার জোয়াঁর ।


হাহাকার  আর অবিশ্বাস
হতভাগার বুক ছিঁড়ে
পালিয়ে যেতে চাইছে
জীবনের যত দীর্ঘশ্বাস।


তবুও অনড় আমার এই মন
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ -
মরি আর বাঁচি
আজ লড়েই যাব আমি
বয়ে যাওয়া ঝড়ের সাথে ।


জীবন শেষ হয় হোক বা না হোক
থাকব তবুও
স্বপ্নের তরী আঁকড়ে।


জীবনে বাঁচা আর মরার
লড়াই থাকবে প্রতিনিয়ত ।