কষ্ট নেবে গো কষ্ট


হরেক রকম কষ্ট বেচবো হাটে -


লাল কষ্ট- নীল কষ্ট- কাঁচা হলুদ রঙের কষ্ট


পাথর চাপা সবুজ ঘাসের সবুজ কষ্ট


আলোর মাঝে জেগে তা কালোর কষ্ট


নীরবে নষ্ট হবার শত অজানা কষ্ট


ভাললাগার মাঝে বেঁচে থাকা জীবন্ত মরণ কষ্ট


কষ্ট ফেরীঅলার সে এক জীবন্ত কষ্ট


ভাগ তো নেবে না কেউ  দিয়ে গেলে


না পাওয়ার মাঝে দিয়ে যাবার কষ্ট


কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট এই ধরণের কষ্ট


তাই গো বলছি কষ্ট নেবে গো কষ্ট


হরেক রকম কষ্ট কাল কিন্তু বেচবো হাটে ।।