বিশ্বাস তুমি হৃদয়ে রেখো -
আমি নির্বোধ  তা-
তোমাকে বলতে পারি
কখনও কখনও স্বার্থপরও হতে পারি ।


অবিশ্বাস থেকে নয়
হয়তো পেতে পারি-
মনের খেলায়  চলে যাই বলেই
নির্বোধ বা স্বার্থপর আমি হই,


আমার বিশ্বাস তোমার প্রতি আছে
প্রতিটি হৃদস্পন্দনেই
মিশে মিশে আছে ।


তোমাকে ও আমি বলি-
বিশ্বাস হৃদয়েই রেখো
ভালোবেসে কথা দিলাম
আমি অমর্যাদা করব না কোনদিন
কথা দিয়ে গেলাম একদিন।