বৈচিত্র্যর এই কি নির্মম পরিহাস-
কখনো কাদাঁয় কখনো হাসাঁয়
এই তো জীবন চলে যায় বাস্তবতায় ।


সমাজের সকলকে আপন ভেবে লাভ কি!
কাউকে হাঁসালে ভাবে আমি পাগল -
কাঁদালে ভাবে কতইনা নিষ্টুর-
ঘনিষ্ট হলে ভাবে তার আছে
খারাপ মনোভাব ।

হারিয়ে গেলে ভাবে সে যে কত বেঈমান-
তাই মনে মনে ভাবি -
একা থাকাই কতনা ভালো
সমাজের এই বাস্তবতায় ।।