আহত পাখির মতো
নীরবে চোখ দু'টি মেলে


শুধু চেয়ে আছি-
নৈঃশব্দ্য নীলিমায়
মুহূর্তে ভুলে যাই সবকিছু আজ ।


দিশেহারা হয়ে
ছুটে চলি সীমাহীন কল্পরাজ্যের
নির্জন প্রান্তরে ।


পূর্নিমা-চাঁদকে পিষে ফেলি
নিজের অদৃশ্য হাতে।


সৃষ্টির নেশায় ভীষণ হেলায়
অমৃত্বের পেয়ালাও ফেলে দিই
নিজের অজান্তে কোন এক স্বপ্ন রাজ্যে ।