জীবন মোদের কষ্টে গড়া
মরণের ভয় করি না -

হাঁসতে চেয়েছি নিয়ে বুকে বাস্তবতা
বুকের তাজা রক্ত ঢেলে ।

মেনে তো নিতে পারিনি শোষণ প্রথা
গর্জে উঠেছি বারবার
বসে শুধু মার খাব এই তো আর হবে না ।

মর্তে সেদিন লাশের গন্ধের  মিছিল
জ্বলে বুকে মেহনতীদের আগুন

করুণ আকুতি স্বীকৃতি পেল
আজকের এই মে দিন ।