বেদনার শত দু:খের নীল ক্ষত
চাপিয়ে এই বুকে -
অবিরত ধিক্কার নিজেকে


নির্ঘুম রাত আমার
সব আবার ছার খার
বেঁচে আছি মিছে  
কোন এক শূন্য আশা ।


নিদ্রা কাছে আসে-
বেদনার হাসিরা হাসে
মানাতে পারিনা  
আজ জীবনের সব অভিমান।


মোর মনটাকে বাধঁতে রাখি
চোখ জলে  ভিজে নিজের আঁখি ।


ভুল সব নিয়ে মোর হল বসবাস,
নিজে দেখব নিজের করুন বিনাশ


ক্ষমা পাব মিছে অশা
মনে আমার শত ভালোবাসা
অবিরত বলে আজ মন
ভালো বাসি তোমারে ।