ফুলেরা কষ্ট আর দীর্ঘশ্বাস দিয়ে বলে -
অপেক্ষা করো  আমি আসতেও পারি


পাখিরা আকাশে উড়ে উড়ে ক্লান্ত
নীড়ে ফিরে হয়ে যায় অনেক শান্ত


পাখিদের  আমি জিজ্ঞেস করি
ভালোবাসা সে কি আমার আসবে ?


পাখিরা  চুপকরে থেকে শান্তনা দেয়
আত্মবিশ্বাস রাখো  আসতে ও পারে ।


নদীর কাছে ছুটে যায় -
প্রশ্নের করি উত্তর দিয়ে দেয়
নয়নের জল মুছে পেল সবকিছু ।


ওরা বড়ই প্রতারক -


সাগরের ঢেউয়ের তরঙ্গে হাসি ঝরে
অপেক্ষার দিন গুনে গুনে -
তুমি হয়েছো সর্বস্বান্ত ।


এসো তুমি ভালবাস আমায়
লোনা জল দিয়ে -
ধুইয়ে দেব সমস্ত কষ্ট তোমার ।।