চোখের পানি-
হয়তো দেখবে না
কারণ সে এখনো বের হয়নি ।


কিন্তু কেঁদেছে সে হৃদয় দিয়ে
তা আবার দেখা দেয় না


উত্তাল সাগরের  ঢেউয়ের মতো
তার অবস্থা
অস্থির, চঞ্চল, তীব্র
যন্ত্রণায় হয় কাতর


সুখ ছিল না শুধূ  স্বপ্ন ছিল
সে স্বপ্নে গা ভাসিয়ে
ভিজলাম সারারাত ।


দু'চোখের পানি যেন
বানের পানি হয়ে
গড়িয়ে পড়ে সকাল দুপুর
দেখতে পেয়েছো কি কখনো ।


চোখের জলে ভিজিয়ে দিলাম
তোমার দেয়া রুমালখানা


বিশ্বাস কর সে জলে ভিজে নাই
মনে হয় কোন এক কচুরিপানা ।।