বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে কবিতা
আবার যদি পৃথিবীতে আসি
- অসিত কুমার মন্ডল
কোটি যুগ যুগ পরে-
আবার যদি পৃথিবীতে আসি।
যদি মানুষ হ'য়ে জন্ম নিই।
স্রষ্টাকে বলবো,
হে ঈশ্বর,
আমি মানুষ হ' তে চাই না!
আমাকে অন্য কোনো গ্রহে রাখো!
নয়তো- গাছ, লতা-পাতা,বৃক্ষ,
পাহাড়, পর্বত অন্য কোনো-
অচল বস্তুতে পরিণত করো!
কেননা, আমি মানুষ হ'য়ে -
যদি পৃথিবীতে আসি;
যদি পুরুষ হ'য়ে আসি
অথবা নারী হ'য়ে-
তাহলে আমার যে ভালবাসা লাগবে।
পিতা-মাতা হ'য়ে সন্তানকে
স্বামী হ'য়ে স্ত্রীকে-
স্ত্রী হ'য়ে স্বামীকে;
প্রেমিকা হ'য়ে প্রেমিককে-
আর প্রেমিক হ'য়ে প্রেমিকাকে!
নয়তো- আমি যে বাঁচতে পারবো না!
হে ঈশ্বর,
আমি যে ভালবাসতে পারবো না।
কারণ, ভালবাসা খুব কঠিন,
খুব যন্ত্রণাদায়ক!
হে ঈশ্বর,
আমি মানুষ হতে চাই না!
আমি ভালবাসাও চাই না!
তাং-১৪/০২/১৯
[কবিতাটি-ফাগুনে আগুন জ্বলে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত]