আমরা না হয় বোকাই হলাম
অল্প জ্ঞান মাত্র
তোমরা তো ভাই বেশ পড়েছ
তবুও চড়ে খাচ্ছ যত্র!


আমরা জাতি অগোছালো
খেটে খাওয়াই পুঁজি,
ইংরেজি টিংরেজি খায় নাকো ব্রেন
শুধু পেটের ভাষাই বুঝি!


সুযোগ যাদের সুবিধা তাদের
দেশটাও বুঝি তাদের!
একবেলা তো অন্ন জুটেছে
বেজায় তুষ্টি মোদের!


ভিক্ষাবৃত্তি করি না মোরা
খেটে খেয়েই তুষ্ট,
রক্তচোষা জোঁকের মত
হই না পথভ্রষ্ট!


দিনটা রোজ কাজে ফুরায়
খাবার জুটলে খুশি!
দু'বেলা তো ভাত জুটেছে
একবেলাতেও খুশি!


মাংস কাটে যারা
লোকে তাদের বলে কসাই
ত্রাণপণ্যে লোভ করে যারা
তাদের কি বলি মশাই!


সব পেয়েও গরীব যারা
তাদেরও কি দেহ রক্ত মাংসে গড়া?
ক্ষুধার জ্বালা কেমনে নিভাই
আবার কি না কি ভাইরাস এলো ঘাটের মরা!


কেউ চুরি করে পেটের দায়ে
কেউবা লোভে চোখের
টাকার পাহাড় গড়েও অভাবী
গরীব বলব কাদের?


চোখে এতো অভাব দেখে
চোখ থাকিতে অন্ধ
তোদের চুরির দায় ঠেকাতে
গরীবের করছিস শ্রাদ্ধ!


লোকে ঘরে ঢোকে প্রাণ বাঁচাতে
আমাদের প্রাণের মায়া কই
পেটের ক্ষুধা লাথি মারে
প্রাণ ঠেকাতে সই!


ত্রাণ দিয়েও নিচ্ছ ফেরত
এ কেমন আজব জাতি
আমরা তো ভাই অত শিক্ষিত নই
তবুও লাভ লোকসান বুঝি!


দান টা বুঝি দেখানোর বিষয়
আগে জানতাম না তো!
বই পুস্তক পড়ি নি ভাই
অতো সতো ঘিলুতে ধরে না তো!


হাজী মুহম্মদ মুহসীনও কি
দান করেছিল লোক দেখানোর কাজে?
নাকি দান দেখিয়ে লোক ঠকিয়ে
অনুপ্রেরণার নামে
    লোকে কথায় চিড়ে ভাজে।


পরের দান ছিনিয়ে নিয়ে
সম্পদের পাহাড় গড়বে একদিন
থাকবে কি প্রাণ
        গাইছো যে গান
মানুষ হয়ে জন্ম নিলে
    যদি লোকে পশুর নামে গালে?
বেনাম নিয়ে মরলেও কি
টাকার হিসেব কষবে!


পেটের দায়ে করলে মোরা
           বল চৌর্য্যবৃত্তি
থানা পুলিশ ছুটে আসে
আর তোমরা করলে সিদ্ধি!


অন্ধ জাতি
বোঝে না ক্ষতি
কবে বুদ্ধি খাটাবে বল?
চোখ বুজেও দেখছ না যে
সময় এবার কথা বল।


- চৌর্য্যবৃত্তি
-অস্মিতা তালুকদার