আতংক কেমন সয়ে গেছে
অনুভুতি গুলো শীতের শুকনো পাতা
সম্পর্কগুলো খুব চেনালে কোভিড বলে কথা


ঢেউগুলোও আছড়ে পড়ে মরা গাঙের তীরে
শোকের মাতম ছেয়ে গেছে হাজার লাশের ভীড়ে


মৃত্যুও কি ঘৃণ্য তবে কোভিড নাইন্টিন খুব দক্ষ
প্রাণের ভাষা বুঝি না আবার লাশের তরে সখ্য!


বেঁচে থেকেও একঘরে রই তা কি করে সই
কোভিড তুমি যাই হও না কেন মানুষ চিনালে
শিখালে মোদের প্রকৃতির লয়ে বেঁচে থাকা রই!