জাতি সবকিছুতেই উল্টো  বোঝে
যেমন পুরুষত্ব বোঝাতে গেলে
নির্যাতককেই খোঁজে


হোক সে নারী গুণধরী মুখ খুললেই দোষী
একশজোড়া চোখ তাকিয়ে আছে, বলছে সর্বনাশী
বদ অভ্যাস? গেলে ছাই পাশ?
সে যাই হোক গোল্লায় যাক
সে তো পুরুষ, তাতেই সমাজ খুশি


রাতে নারী একা বাইরে গেলে চরিত্রদোষ আছে
পুরুষ বন্ধু সংগে গেলে তাতেও দোষ আছে!


বন্ধুত্ব বোঝে না সমাজ প্রেম পিরিতি বোঝে
হোক না বয়স যতই তাতে সিনেমা নাটক খোঁজে!


চরিত্র খুব সস্তা এখানে অল্পতেই ক্ষয়ে যায়
চোখের আড়ালে কত কিছু ঘটে না জানলেই বেঁচে যায়


লোকের মুখে কুলুপ সেতো বড্ড পিচ্ছিল
অন্যের জন্য ফসকাবে তা নিজের জন্য খুব সিল্ড


উপকারী হও না হও এতে যায় আসে না কিছু
স্বার্থ সিদ্ধিতে কেউ নয় আনাড়ি, যথাসময়ে ছুটবে পিছু পিছু


স্বার্থ এসে পড়লে মশাই লোকে তোমায় পূজবে
কার্যসিদ্ধি হলে এবার জায়গায় সব ভুলবে।


মিথ্যের ঝুড়ি নিয়ে গল্প সে কষবে
লোকে কিছু আঁচ পায়,  নাই সেটা বুঝবে!


দিনশেষে সব লোকে বুঝে সবার কীর্তি
ভদ্রতা করে সব কুলুপ এঁটে মূর্তি!


-  কাণ্ডজ্ঞান
-অস্মিতা তালুকদার