আমায় একটা মানুষ দাও
যার চোখেতে ঈর্ষে নেই
     ঠোঁটের আগায় মিথ্যে নেই
যার  বিত্তে লোভ নেই
       মনেতে কোনো বিভেদ নেই
যার দ্বীনেতে লজ্জা নেই
     এতোটুকুও অসন্তুষ্টি নেই
যার রক্তে লেখা নেই
     সনাতন নাকি মুসলমান,
সে বৌদ্ধ নাকি খ্রিস্টান
       মানবতার সুরে হবে ঐক্যতান
লোকের চোখে নাস্তিক সে ছদ্মনামে
       ভন্ড আস্তিকতার বলিদানে!


নাস্তিক আস্তিকতায় কি আসে যায়
প্রাণের ক্রন্দন যদি বুঝিতে না পায়!


   তোমার আমার রক্ত বুঝি এক
তবে ধর্মীয় বিধান খন্ডিত করে কেন বিবেক


জীবে দয়া করিবে এসেছে সে ক্ষণ
ধর্মীয় পিতা বুঝি খুঁজিবে সে জন


-খাঁটি মানুষ