আমরা কি জাতি কে শিক্ষিত করতে পেরেছি?
কেন তবে জাতি ভীনদেশীদের কাছে হচ্ছে অপদস্ত
জাতির সার্টিফিকেট বিদেশে মূল্যহীন অবিন্যস্ত
কেন আজ জাতি হন্যে হয়ে ছোটে সিভি নিয়ে পথে পথে
কেন জাতি তবে মূল্যায়িত হয় ধর্মীয় প্রেক্ষাপটে


যে দেশেতে ধর্মচর্চা হয় সকাল অব্দি বিকেলে
সেই দেশেতে ভেজাল পণ্য কিভাবে বিক্রি করে অকপটে?
সংযমের মাসে কিভাবে নিত্যপণ্যের দাম বাড়ে অগোচরে!
যেই দেশেতে এতো এতো দাতা দান করে দলে দলে
সেই দেশেতে  কিভাবে জাতি ক্ষুধার জ্বালায় মরে
সম্পদ আছে আমাদের মাঝে সুষ্ঠু বন্টন ছিল না তো
একটু একটু কমবেশী করে পাল্লা ভারী হতো কারো কারো


আমরা কি জাতি কে আদৌ শিক্ষিত করতে পেরেছি?
নাকি মুখস্থ বিদ্যায় পারদর্শী করে
বুঝেও না বোঝার ভান করে সহ্য করতে শিখিয়েছি?


-সহ্যশক্তি
-অস্মিতা তালুকদার