মানুষ কবে স্বাধীন ছিল জানো কি তা কেউ?
জন্ম অব্দি মৃত্যু যেন বন্দীশালার ঢেউ!


শৈশব সেতো শুরু হয় নিয়মের বেড়াজালে
কৈশোর,তারুণ্য পার করে দেয় নিয়মিত পাঠশালে


স্কুল কলেজ ভার্সিটি শেষে যৌবনেতে আসে
মন তখন হয় ভীষণ উত্তাল স্বাধীনতার আশ্বাসে


চাকুরীজীবনে পায় নিয়তি
কলম বুঝি চলে সাবধানে অতি
বেফাস কিছু ফস্কালেই যেন হারাতে হবে গতি


বিবাহিত জীবন নাই বা বলি
কম বেশি সবে জানি
স্বাধীনতার আশায় আশায়
কিইবা আর সবে বলি


নারীজাতির স্বাধীনতা গচ্ছিত থাকে সমাজের বেড়াজালে
পুরুষজাতির স্বাধীনতা থাকে জীবিকার বেড়াকলে!


বৃদ্ধ বয়সে কি বা বাকী থাকে
যদিও  কাজ থেকে মুক্তি মিলে
স্বাধীন হতে চেয়েও পায় না ছুঁতে
   জরা ব্যাধিময় জালে!


আমরা একে অন্যের তরে জড়িয়ে আছি সংসারেতেই সুখ খুঁজি
সান্তনা দেই নিজেকে,স্বাধীনতা যদি বেপরোয়া করে  
তবে ভালো নয় কি পরাধীনতায় মুখ গুঁজি!


-সংসার এবং স্বাধীনতার স্বপ্নচারণ
-অস্মিতা তালুকদার কৃষ্টি