ভার্চুয়াল প্রেম
(একজন পুরুষের অবস্থান থেকে চিন্তা করে লিখা)


তোমায় আমি পাই না ছুঁতে
দেখি কেবল স্ক্রিনে
তোমার ছবি দেখেছি কতো
এঁকেছি মনের ক্যানভাসে


পাব কি চিনতে খোলা রাস্তায়
সেই তুমি আসলেই কি তুমি
যার  কিনা অল্পতেই অন্যের কষ্ট দেখে
চোখের কোণে জল জমে যায়


শাড়ি, কপালে টিপ পরে এলো চুলে
যে কিনা ছয় ঋতুর বেশে নিজেকে সাজায়
ভার্চুয়াল তুমি ছিলে স্পর্শকাতর, অগোছালো
এতেই হয়ত আমার ভালো লেগে যায়


বাস্তবিকতার দৃশ্যপটে হয়ত তুমি নও এমন
তবে কি ভার্চুয়াল তুমি টাকেই চেয়েছি মনেপ্রাণে
যা নিছকই কল্পনা, অবান্তর
কিছু সুখকর আলাপনই মনে ধরে রাখতে চাই আজীবন


ভার্চুয়াল তুমি ছিলে বড্ড নিষ্পাপ,ঘুমকাতুরে
নিখুঁত রূপ তোমার শৈল্পিকসজ্জায় আবদ্ধ
বাস্তবে তুমি তোমার মাঝেই সীমাবদ্ধ
অদ্ভুত মানুষের দ্বৈতরূপ
সে ভার্চুয়াল তুমির মাঝেই ফিরে যেতে চাই সবসময়
অবান্তর তুমিকে খুঁজে বেড়াই আনমনে প্রতীক্ষণ!



-অস্মিতাতালুকদার