এই শীতে কি যাবে পাওয়া খেজুর গুড় আর রস কিছু?
এখোন তো আর নেইকো তেমন খেজুর গাছও জনপিছু!
গাছ তো কাটে সবাই মিলে কাঠের কত্ত ব্যবহার,
কাঠ ছাড়া যে জীবন অচল কাঠের জিনিস চাই সবার।
এত রকম পাওয়ার ভেতর কেউ কি গিয়ে গাছ লাগায়?
গাছ-পালা সব কেটে-ছেঁটে পরিবেশকে খুব রাগায়!
গাছ-পালা নেই সেই সুযোগে খেজুর গাছও রাখছে না;
গ্রহ জুড়ে গ্লোবাল ওয়ার্মিং শীতের কালও থাকছে না!
তাই তো খেজুর রসে-গুড়ে স্বোয়াদ নেবার জন্যে ভাই,
পরিবেশের উন্নতিতে নেক-নজর আজ চাই’ই চাই।