ভালো-মন্দের দ্বৈরথে পড়ে মাঝখানে আমি পথ হারিয়ে ফেল্লাম;
জীবনটা বড্ড গোলমেলে ঠেকলো আমার কাছে, আলোঝালো!
প্রেমের বাগানে যেমন চাঁদে-পাওয়া কবির মতো প্রশ্ন করে বসে
কেউ কেউ, গোলাবের ভেতরের কীট, কাঁটা ও তার বীষ নিয়ে!
ভীষণ ক্ষেপে গিয়ে চাঁদ নেমে আসে মাঝ রাতে হঠাৎ আর বলে,
আমার কলঙ্ক নিয়েও তো নানা প্রশ্ন আর বেজায় খটকা তোমাদের,
নির্মল জোৎস্নায় সারারাত নেয়েও শুচি হতে যে শেখোনি আজো;
হায়! এতটুকু সংরাগে তাল হারিয়ে ফেললে বিশাল সৃষ্টির কী হবে?
আমি সম্বিৎ ফিরিয়ে এনে একটি সরল রেখা ধরে অনন্তের পথে
ছুটতে গিয়ে এক সাগর বিস্ময়ের ভেতর আনন্দে ঝাঁপিয়ে পড়লাম।