বন্দী হলাম জলের ভেতর
জলের কোন দর্জা নেই,
যে যায় কভু ডুবতে জলে
এ কাহিনী সে জানেই।
কাপড় ভেজে দেহ ভেজে
দমটাও যে বন্ধ হয়,
জলে নামার খায়েশ যাদের
কার একথা জানা নয়!
ডুবলি যারা ভিজতে গিয়ে
হতাশ হয়ে যাসনে,
হাত-পা ছুঁড়ে মাথা তুলে
জলের বা’রে শ্বাস নে।