দরোজা বন্ধ ছিল কথাটা এমন নয়
আমার গৃহের কভু ছিল না কপাট,
বিস্তীর্ণ জমীনটাকে আঙ্গিনা বানিয়ে
জুড়েছি আকাশটাকে নিবাসের ছাদ;
এইভাবে বুনে তোলা গেরুয়া জীবনে
ধাতস্থ আমার সুখ দেশজ বিলাস।
হাতে ধরা কি বা এমন মানচিত্র আমার
এঁটে দেবো কপাট কিংবা বিভেদ প্রাচীর!
খাল নদী সাগর আর অবারিত মাঠ
দেখে দেখে আমিও যে উঠেছি বেড়ে,
নিন্দুকের কথায় সেই সুখের সংসারে
দিওনা প্রতিহিংসার আগুন জ্বালিয়ে;
ষোল কোটি সন্তানের হা-অন্ন সংসারে
একসাথে এগোতে চাই সবাইকে নিয়ে।
বড় বেদনায় গড়া গরীবের এ সংসার
যেন না-ভাঙ্গে না-ভাঙ্গে!