স্বপ্ন যে কী তা বুঝিনি আজো,
ছাড়িনি তাই স্বপ্ন দেখার কাজও।


শৈশবে সেই নানা রঙের দিনে,
বড়রা দেয় খেলনা-পুতুল কিনে;
ওসব নিয়ে খেলি এবং ভাবি,
কখোন পাবো আসল গাড়ীর চাবি!
রকেট নিয়ে শুন্যে যাবো উড়ে,
আসবো ফিরে গ্যালাক্সিটা ঘুরে।
চাঁদ-বুড়িকে দেখবো নিকট থেকে,
ডুব দিয়ে খুব খুঁজবো পাতালটাকে।
অংক নিয়ে আইনেস্টাইনের সাথে,
চ্যালেঞ্জ দেবো জয় তো হবেই তাতে!
আবার দেখে তোতা পাখির ঝাঁক
উড়াল দেবো, বাকি সবি থাক।


আমার যত ভাবনা এমোন আছে,
স্বপ্ন ওসব? দামী আমার কাছে।