রাগ করেছো? মান ভাঙ্গাবো কুল-বড়ই আর ঝাল দিয়ে,
চিঁ-বো খেলায় তোমার জন্যে একটি ভাল চাল দিয়ে।
তোমায় নিয়ে মামা-বাড়ীর পিঠে খাবো তাল দিয়ে,
নাইতে যাবো নদীর জলে দুধেল গাভীর পাল নিয়ে।


দেখবে তুমি যাত্রী নিয়ে নৌকা চলে পাল দিয়ে,
গাছে গাছে রঙ লেগেছে কৃষ্ঞচূড়ার লাল দিয়ে।
হুল্লোড়ে খুব মানুষগুলো মাছ ধরছে জাল দিয়ে,
কুলবধূরা মানুষ দেখে মুখটা ঢাকে শাল দিয়ে।


তোমার বুঝি ভয় করে খুব উঠতে সাঁকোয় খাল দিয়ে,
চালের ভাজা কেঁচায় ভরে ফিরবো জমির আল দিয়ে।