বোশেখ মাসের ঝড়-ঝন্ঝা আমার ভীষণ প্রিয়,
তোমরা যদি দেখো তাকে আমার সালাম দিও।


আমি বটে, বাংলাদেশের আটকুঁড়ে এক কিশোর;
গুটিয়ে বসে কেবল ভাবি কখোন হবে ভোর!
আসবে কখোন শাহজাদা এক ছুটিয়ে তেজী ঘোড়া;
ঝড়-তুফান আর মৃত্যুকে সে কেয়ার করে থোরা!
তলোয়ারের আঘাতে সে ডাইনি খতম করে,
মূক্তি দেবে রাজকন্যায় অ-নেক বছর পরে!
যাদুর কঠিন অভিশাপের ঘৃণ্য বাঁধন ছিঁড়ে,
মানুষগুলো আবার তবে জীবন পাবে ফিরে।
উঠবে হেসে সুখের রাজ্য সাগরপাড়ের দেশ!
সবাই বলবে, আহা দেখো! ভালো বেশ বেশ!


সেই বিজয়ী শাহজাদাই আমার চোখে ‘ঝড়’;
সেএলেই তো তুফান আসে, বাজ পড়ে কড়কড়!
বুকের ভেতর পুষছি আমি সেই স্বপ্নের চাবি;
মন চঞ্চল, হাত নিশপিশ, কেবল ভাবি! ভাবি!