আমি চিনতে পেরেছি !
কালো অন্ধকার কুৎসিত দানব সদৃশ,
মহাকালের শ্রেষ্ঠ উপনিবেশিক চটকদার।


আমি চিনতে পেরেছি !
শতাব্দী জুড়ে সভ্যতার অসীম
ক্ষমতার উদ্দাম নৃত্যের ছন্দ পতনের কলরোল।


আমি চিনতে পেরেছি !
বিবেক বর্জিত প্রজ্ঞার অবজ্ঞায় ছিন্নভিন্ন
তরুণ স্বপ্নের মানবিক প্রচ্ছায়ার বেদনা।


আমি চিনতে পেরেছি !
অপার বিদ্রোহী চেতনায় দ্বিজাতিত্বের
প্রলুব্ধ আত্মায় আভিজাত্যের দুঃখ সাগর।


আমি চিনতে পেরেছি !
স্বাধীনতার উষ্ণতা ছড়ানো লক্ষ দেশদ্রোহীর
অন্তর কাঁপানো চেতনায় পথভ্রষ্ট জাতীয় নেতৃবৃন্দ।

আমি চিনতে পেরেছি !
অপরাজেয় বাংলার প্রান্তর জুড়ে
দীর্ঘশ্বাসের অন্তর্গহীনে অবলীলায়
সূর্যাস্ত গোধূলি বেলা।


আমি! আমি চিনতে পেরেছি !
আমার শত্রু-মিত্র, আমার আপনজন,
কারা? কারা আমার স্বাধীনতার টূটী চেপে ধরা হত্যাকারী !!


আমি চিনতে পেরেছি !
আমার বায়ান্ন,ঊনসত্তর আর একাত্তরের
দিনলিপির অতীত মিশ্র ইতিবৃত্তের জঘন্য কারসাজি।

আমি ! আমি চিনতে পেরেছি !
গনতন্ত্রে আমলাতন্ত্র আর আজব তন্ত্রের নিগূঢ়
আত্মবিলাসী উশৃঙ্খল দাবানল।  


আমি চিনতে পেরেছি !
চীর অসীম প্রেরণার জীবন্ত আলোকবর্তিকা মুহাম্মদ(সাঃ) এর
অবিনশ্বর আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ।


আমি চিনতে পেরেছি !
মুতা’র,বদর,ওহুদ,খন্দকের তাজা লাল রক্তের
ফিনকিতে তাওহীদের প্রজ্বলন শিখা।


আমি চিনতে পেরেছি !
কিছু বস্তা-পচা,গলা,অথর্ব মস্তিষ্ক,যা কিনা জন্ম নেয়
তথাকথিত আদর্শ বিকৃত মানসিক চিকিৎসাকেন্দ্রে ।