আমি বিক্ষুব্ধ নই।কেননা;
চেতনা হত মনের অন্তর্গহীনে
উঁকি দেয়, নিস্পাপ স্বপ্নেরা।  


আমি প্রতিবাদী নই।কেননা;
অজস্র মিথ্যার প্রজ্ঞাপনে হয়েছে
ক্ষত বিক্ষত, আমার ভিতর-বাহির।  


আমি অভিমানী নই। কেননা;
অবশিষ্ট রক্তে দুর্বিনীত সংবেদনশীল সম্মোহনী তে,
ভেসে গেছি নীরব অববাহিকায়।


আমি দুঃখ বিলাসী নই।কেননা;
ফেরারি মনের নির্লিপ্ত প্রচ্ছায়ার অন্তর্দহনে,
পিষ্ঠ আমার অন্তরাত্মা।


আমি কাপুরুষ নই।কেননা;
বীর পুরুষোচিত বিচলিত এবং দুর্বোধ্য
সময়ের, নির্লজ্জ অভিযোগে,
অপ্রস্তুত আমার লিখন যন্ত্র।


আমি বেদনা বিধুর নই।কেননা;
আবেগের সমুদ্র, নিস্পৃহ আত্মার
অবিচ্ছেদ্য আর্তনাদে প্রকম্পিত।


আমি কবিবৃন্দের কবি নই।কেননা;
হাফিজ, রুমি, ইকবাল, রবীন্দ্র, নজরুল,
ইলিয়ট সময়ের ব্যবধানে শতাব্দীর জাগ্রত,
শ্রেষ্ঠ জীবন-শিক্ষক।


আমি কিংবদন্তী নই।কেননা;
পাকিস্তানী বুলেটে যাদের ঝাঁঝরা
বুকের শানিত রক্তের অগ্নুৎপাতে,
জন্ম নেয় মাতৃ ভাষার অধিকার।


আমি বর্ষীয়ান নেতা নই।কেননা;
সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মহামানব (সাঃ)
পরওয়ারদিগার হতে প্রাপ্ত জীবন বিধানে,
মানবতার মুক্তির দ্যুতি ছড়িয়েছেন।


আমি অমানবিক নই।কেননা;
জাতিসংঘের শান্তি মিশনকে,
বুভুক্ষু জাতির গগন বিদারী
আর্তনাদ, ব্যতিব্যস্ত করেনা।


আমি জনমানুষের প্রতিনিধি নই।কেননা;
অসহায় আর নিপীড়িত মানুষের পক্ষে,
স্বাধীনতাকে উপভোগ্য করবার জন্য
প্রয়োজন হাজারো জীবন্ত টর্পেডো।