এখন আমি
সকলের অগোচরে ,পুরনো অভ্যাসের
স্মৃতিরোমন্থনে ভালো থাকার মিথ্যাভিনয় করি।


এখন আমি
একলা নিশীথ রাতে,তোমাকে হাড়ানোড়
বিষম ব্যথার নিরবচ্ছিন্ন দহনে পুড়ি।


এখন আমি
তোমায় নিয়ে,বিস্মৃতির নিকষ কালোয়
দুঃখ-ক্লেশের কাব্য লিখি।


এখন আমি
স্বভাব সুলভ বদলে গিয়ে,কল্পনাতে
ইট পাথরের বন্ধু সাজি।


এখন আমি
নীল আকাশে সাদা মেঘে
শঙ্খ চিলের ডানায় উড়ি।


এখন আমি
নতুন করে এই সমাজে,বাঁচবো বলে
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি।



রচনা কালঃ  সকাল ১১.০০ মিনিট
১৮ ই জুন শুক্রবার ২০২১ খৃষ্টাব্দ
৫ ই আষাঢ় ১৪২৮ সাল
গাজীপুর,বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®