বেদনার সমুদ্রে কষ্টের তরী তে ভেসে আসা,
সমস্ত নীল স্বপ্ন  গুলো আমার, আর লাল স্বপ্ন  গুলো তোমার ।
জানো আমার নীল স্বপ্ন  গুলোও তোমায় দেবো যদি তুমি চাও।


আমার হিয়ার অন্তরালে সুবিশাল রক্তিম আকাশে,
সুখের ঘুড়ি টা তোমার প্রতীক্ষায়,
জানো!  তোমার নরম ঠোঁটের হাসি না দেখে উড়বে না Please একটু......।
বিকেলের হেলানো চাঁদের কণা,
গোধুলীর পরশ বুলানো সন্ধ্যা,
তোমার নিবিড় আলিঙ্গনের মর্মস্পর্শী আবেগে উন্মত্ত।


তুমি কি ভেবেছো নীরবে একা???
ঘুমন্ত গ্রহের গগন বিদারী আর্তনাদে কেপেওঠা,
কাব্যিক জনপদের এলিয়েন'রা সভ্যতার সভা মঞ্চে অভিবাদন জানাতে ভীড় করেছে,
শুধু তুমি আসবে বলে,
শান্তির শ্বেত পায়রা ওড়াবে বলে।


অনন্ত রাত্রির সমস্ত অস্তিত্বে দুঃখের দাবানলে আমায় জড়িয়ে ফেলনা,
যেন অনুশোচনার অঙ্গারে দাহন হতে হয় নিজেকে!