আমি আজো পাইনি সুখের দিশা,
আমার হয়নি কোনো গতি।
আমার অন্তঃপুরের খন্ডকালিন,
অবহেলায় সয়েছি সব ক্ষতি।


দেখার মত নেই যে কেউ,
মাথায় দিবে হাত।
অনাহারেই কেটে গেছে
শত বর্ষ রাত।


আমার প্রহর কাটে দুর্ভাবনায়,
প্রভাত আনে কস্ট।
ব্যাথায় ভরা জীবন আমার,
হইনি তবু নষ্ট।


আমার দুঃখ গুলো আগের মতোই,
নীল আকাশে উড়ে।
ফ্যাকাসে সব কষ্টগুলো কষ্টে আছে,
আমার চারিধারে।


এমনি করেই কাটবে আমার,
সকাল সন্ধ্যা রাত?
সুখ কি আমার সংগী হবে,
নিত্য হবে প্রপাত?


দয়া-করুণা চাইনা কারো,
নিগৃহীত জীবনবোধ।
যোগ্যতা আর মেধার মানে,
নিতে চাই প্রতিশোধ।।


রচনা কালঃ  সকাল ১১.০০ মিনিট
২৯ শে এপ্রিল শনিবার ২০১৭ খৃষ্টাব্দ
বনশ্রী, ঢাকা, বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®