আমিতো ভিন দেশি
কোনো চীনা public নই,
তবু কেনো নিজের দেশেই
নিজে অপরাধী হই?


আমিতো জানি দেশটা
আমার মায়ের মতো মা,
তবু কেনো লুটিয়ে ধরি
বিদেশীদের পা ?


আমিতো পেয়েছি লাখো শহীদের
রক্তস্নাতো স্বাধীনতা,
তবুও কেনো কৃতদাস সেজে
হাড়িয়েছি ক্ষমতা।


আমিতো দেখেছি মানচিত্রে
বাংলাদেশের নাম,
ভিখেরি সেজে কেনো তবে
আজ হাড়িয়েছি সম্মান?


ধর্মের নামে রাজনীতি কেনো
চলবেনা এই দেশে ?
যদি দুর্নিতিবাজ,চোর,বাটপার
ঘোরে মন্ত্রী এমপি বেশে!


আমিতো দেখিনি মুক্তি যুদ্ধের
ভয়াবহ অস্থিরতা !
তবুও কেনো দেখিতেছি
আজ ৭১ এর বাস্তবতা ?


সরকারী দলের তান্ডবে আজ
বিরোধীরা ছন্নছাড়া,
মুক্তিজুদ্ধের চেতনা বক্ষে কেন
তবে মোরা গণতন্ত্রহাড়া ?


দ্রব্যমূল্যের উর্ধগতিতে বাজার
গরম নিত্যদিন,
লুটেরাদের দৌরাত্ম্যে সুখ রাষ্ট্রের
হচ্ছে বিলীন।


ধনিরা আজ ধনিই হচ্ছে
আকাশ ছোঁয়া স্বপ্ন তাদের,
নিম্ব বিত্তের মানুষ গুলো
গুনছে প্রহর মৃত্যু দিনের।


কখনো ভাবিনি মুসলিম
হয়ে হয়ে যাব অপরাধী,
নিরীহ শুধু আমরাই
আজ নীরবে শুধুই কাঁদি।


রচনা কালঃ  বিকেল ৫.০০ মিনিট
২৫শে অক্টোবর মঙ্গলবার ২০১৫ খৃষ্টাব্দ
নারায়নগঞ্জ, বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®